মাদরাসা রূপকল্প ও অভিলক্ষ্য

নুরুণ আলানুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচিতি

শিক্ষা মানুষকে সুন্দর, পরিমার্জিত ও আদর্শ হিসেবে গড়ে তোলে। শিক্ষা জাতীকে মূর্খতার হীন অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। তবে মানব রচিত মন গড়া শিক্ষা ব্যবস্থা কখনো মানুষকে সৎ পথ প্রদর্শন করতে পারেনা। একমাত্র আল্লাহ প্রদত্ত কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থাই মানুষকে জাগতিক ও পরকালীন সুখ শান্তির পূর্ন নিশ্চয়তা বিধান করতে পারে। তাই মানব রচিত পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার মোকাবিলায় সরল প্রান মুসলমানদের ঈমান আক্বীদা ‍শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতার যথাযথ সংরক্ষন এবং কুরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রত্যয় নিয়ে ১৯৮৩ সালে মালিভিটা কামতাল ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

নাম অবস্থানঃ

১৯৮৭ সালে বিশেষ্ট আলেমে দ্বীন ও পীর মাশায়েখদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসাটির নাম পবিত্র কুরআনুল কারীমের সুরাতুন নূর থেকে নুরুণ আলানুর এবং আল্লাহর প্রেরিত নবী, রাসুল ও সাহাবাদের নামানুসারে এছহাকিয়া হোসাইনিয়া সংযোজন করে নুরুণ আলানুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার নামকরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে  (পোষ্ট অফিস বারপাড়া) মালিভিটা কামতাল গ্রামে অবস্থিত।

(ঢাকা-চট্রগ্রাম মহসড়ক, লাঙ্গলবন্দ বাসষ্ট্রেশন থেকে হালায়াপাড়া বাজাররোড মালিভিটা কামতাল)।

লক্ষ্য উদ্দেশ্য

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাহাবায়ে কিরাম আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে দ্বীন ও সালফে সালেহীনের আমল ও গবেষনা প্রসূত জ্ঞানের আলোকে কুরআন ও সুন্নাহর পরিপূর্ন শিক্ষা প্রদান করা। নারয়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান। গুনগত শিক্ষার মান উন্নত করে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকল শিক্ষক/শিক্ষিকা, পরিচালনা কমিটি ও এলাকার শুভ্যানুধ্যায়ীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি অসাম্প্রদায়িক জঙ্গিবাদ, সন্ত্রাশ ও নেশামুক্ত সমাজ গঠনের লক্ষে সম্মিলিত ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে উভয় জগতের সফলতার ও কল্যাণ দান করুন। আমিন।